আর্ন্তজাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চায় সৌদি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের জন্য আগে স্বাধীন ফিলিস্তিন প্রয়োজন।  সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে খুব শিগগিরই সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হতে পারে খবর ছড়িয়েছিল। কিন্তু এখন সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (৪ ডিসেম্বর) মেড ২০২০ নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‌‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আমাদের একটি শান্তি চুক্তি দরকার, যা মর্যাদাসম্পন্ন ফিলিস্তিন রাষ্ট্র এবং এমন কার্যক্ষম সার্বভৌমত্বের অধিকার প্রদান করবে, যেটি ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন।’

তিনি জানান, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করবে সৌদি আরব।

 

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button